Thursday, December 4, 2014

Bosonto eshe gache(Male)

Singer: Anupam Roy, Lognojita
Movie: Chotushkon (2014)
ekrash bipoder majhkhane shuye achi
kanaghusha shona zay
bosonto ese geche
kobider mritodeho
capa pora kagoje
bosonto ese geche
tar chera zontrer majhkhane shuye achi
Amloki bone shono
bosonto ese geche
Dur hok bananer okaron cinta
hros-e, dirgho-i, hros-o, dirgho-o (ই, ঈ, উ, ঊ)
faka hok futpathe hatbo arame
kokiler dake guti felbo kerame
keo kane kane bole gelo
shona geche khobore
bosonto ese geche
purnima rate oi chotachuti kore kara
tuti tipe dhore prem
bosonto ese geche
rong lage shorirer
vaje vaje dalpala
mukuler sondhane
bosonto ese geche
ei bosonte
koyek bochor age
tomay prothom dekhechilam ami
hetechilam vutta mather pothe
sei bosonto ekhon vishon dami
amar kache
tomar kache
amar kache.

Bosonto Ese Gache Male


Saturday, August 23, 2014

কৃষ্ণকলি আমি তারেই বলি

কৃষ্ণকলি আমি তারেই বলি,   কালো তারে বলে গাঁয়ের লোক।
মেঘলা দিনে দেখেছিলেম মাঠে   কালো মেঘের কালো হরিণ-চোখ।
ঘোমটা মাথায় ছিল না তার মোটে,   মুক্তবেণী পিঠের 'পরে লোটে।
কালো? তা সে যতই কালো হোক,   দেখেছি তার কালো হরিণ-চোখ।
    
ঘন মেঘে আঁধার হল দেখে   ডাকতেছিল শ্যামল দুটি গাই,
শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে   কুটির হতে ত্রস্ত এল তাই।
আকাশ-পানে হানি যুগল ভুরু   শুনলে বারেক মেঘের গুরুগুরু।
কালো? তা সে যতই কালো হোক,   দেখেছি তার কালো হরিণ-চোখ।
    
পূবে বাতাস এল হঠাৎ ধেয়ে,   ধানের ক্ষেতে খেলিয়ে গেল ঢেউ।
আলের ধারে দাঁড়িয়েছিলেম একা,   মাঠের মাঝে আর ছিল না কেউ।
আমার পানে দেখলে কি না চেয়ে   আমি জানি আর জানে সেই মেয়ে।
কালো? তা সে যতই কালো হোক,   দেখেছি তার কালো হরিণ-চোখ।
    
এমনি করে কালো কাজল মেঘ   জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে।
এমনি করে কালো কোমল ছায়া   আষাঢ় মাসে নামে তমাল-বনে।
এমনি করে শ্রাবণ-রজনীতে   হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে।
কালো? তা সে যতই কালো হোক,   দেখেছি তার কালো হরিণ-চোখ।
    
কৃষ্ণকলি আমি তারেই বলি,   আর যা বলে বলুক অন্য লোক।
দেখেছিলেম ময়নাপাড়ার মাঠে   কালো মেয়ের কালো হরিণ-চোখ।
মাথার 'পরে দেয় নি তুলে বাস,   লজ্জা পাবার পায় নি অবকাশ।
কালো? তা সে যতই কালো হোক,   দেখেছি তার কালো হরিণ-চোখ॥


Friday, August 22, 2014

Fresco


Fresco is a beautiful painting technique. 

Def :- Fresco Affresco Italian (plural frescos or frescoes) is a technique of mural painting executed upon freshly laid.

For more information see http://en.wikipedia.org/wiki/Fresco.

What is Following? - Blogger Help

Bahara


This video contains the original music video Bahara.